পীরগঞ্জে শিশুশ্রম মুক্ত ঘোষনা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান। ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) সিএলএমএস প্রকল্পের আওতায় ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ঘোষণা সভায় বক্তব্য দেন, নোহালী রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সেনগাও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হেমন্ত কুমার, ইউপি সচিব মুকুল হোসেন, শিক্ষক রেজাউল করিম, সমাজ সেবক অতিকান্ত রায়, ইএসডিওর (সি এল এম এস) প্রকল্প সমন্বয়কারী মোস্তফা কামাল, উপজেলা ম্যানেজার অগ্নিশিখা প্রমুখ। শেষে শিশুশ্রম মুক্ত শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ করা হয়।

এসকেডি/অননিউজ

আরো দেখুনঃ