বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পেলেন কুমিল্লার কৃতি সন্তান সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম

স্টাফ রিপোর্টার।

প্রশাসনে জনসেবা উদ্ভাবন ক্যাটাগরিতে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২ পান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সঙ্গে এই পুরস্কার পান তিনি।

এ বছর জনপ্রশাসনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ৩১ জন কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২ দেওয়া হয়।

জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে শনিবার বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে মনোনীতদের হাতে পদক তুলে দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গণভবন থেকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত হন।।

প্রসঙ্গত, ২০১৮ সালে কারিগরি ক্ষেত্রে দলগত শ্রেণিতে জনপ্রশাসন পদকে ভূষিত হন এন এম জিয়াউল আলম। এর আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সিলেটের বিভাগীয় কমিশনার থাকাকালীন ২০১২ সালে সিলেট বিভাগের ডিজিটালাইজেশন কার্যক্রমে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ‘ইনোভেশন অ্যাওয়ার্ড’ নামে জাতীয় পুরস্কার এবং ২০১৩ সালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন পদকে ভূষিত হন প্রশাসনের এই চৌকস কর্মকর্তা।

উল্লেখ্য এনএম জিয়াউল আলম কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিষনুপুর গ্রামের মেধাবী সন্তান এবং কুমিল্লা শহরতলীর ছায়াবিতান সোসাইটির সদস্য।

আরো দেখুনঃ