বাগমারায় প্রকাশিত সংবাদ প্রসঙ্গে সমবায় কর্মকর্তার বক্তব্য

প্রেস বিজ্ঞপ্তি

গত ৩০ সেপ্টেম্বর শনিবার দৈনিক সোনালী সংবাদে এবং ২৯ সেপ্টেম্বর শুক্রবার জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আজকের তানোরে ‘বাগমারায় চাঁদা না পেয়ে সমিতির ভূয়া প্রতিবেদন’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বাগমারা উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মান্নান আকন্দ। এক প্রতিবাদ লিপিতে তিনি দাবি করেছেন, প্রকাশিত সংবাদে তার বিরুদ্ধে যে সব তথ্য পরিবেশিত হয়েছে তা আদৌ সঠিক নয়। কারণ বিলসুতি মৎস্যজীবি সমবায় সমিতির সাবেক সভাপতি অমূল্য চন্দ্র হালদারের বিরুদ্ধে অনেক অনিয়মের অভিযোগ রয়েছে। বিভিন্ন সমিতি বা ব্যক্তির নিকট থেকে ডেমির মাধ্যমে এবং বিনা রশিদে অর্ধ কোটি টাকা আদায় করে তা নয়-ছয় করা হয়েছে।

এছাড়া নিয়ম অনুযায়ী সমিতির কোনো সাধারণ সভা করা হয় না। নিয়মিত শেয়ার সঞ্চয়ও আদায় করা হয় না এবং বিলসুতি মৎস্যজীবি সমবায় সমিতি অন্য সমিতির কাছে সাব লীজ দিলে ১ লক্ষ টাকা গুজামিল দিয়ে হিসাব পার করা হয়েছে। এক অভিযোগের প্রেক্ষিতে অডিট পরিচালনা করতে গিয়ে এ সব অনিয়মের ধরা পড়ে। বিষয়টি বুঝতে পেরে সমিতির সাবেক সভাপতি অমূল্য চন্দ্র হালদার নিজেকে রক্ষার জন্য আমাকে খুশি করে অডিট রিপোর্ট তার পক্ষে নিতে বিভিন্নভাবে লোভনীয় অফার দেন। কিন্তু আমি তার কোনো অফার গ্রহণ না করে অডিট রিপোর্টে সঠিক তথ্য উপস্থাপন করি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে বিভিন্ন দপ্তরে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে অপপ্রচার চালিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। কাজেই প্রকাশিত সংবাদের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আরো দেখুনঃ