মালয়েশিয়ায় খুন হওয়ার ৬ মাস পর সোহেলের মর‌দেহ দেশে

অনলাইন ডেস্ক।।

মালয়েশিয়ায় অপহরণকারীদের হাতে খুন হওয়া প্রবাসী সোহেলের (৩৯) মর‌দেহ তার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দক্ষিণ ধলাপাড়া গ্রামের বা‌ড়ি এসে পৌঁছেছে।

রোববার (২ এপ্রিল) মামলার তদন্তকারী কর্মকর্তা সাখাওয়াত সেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১ এপ্রিল) সকালে অ‌্যাম্বুলেন্সযোগে তার মরদেহ ওই গ্রামে নিয়ে যাওয়া হয়। এর আগে শুক্রবার রাত ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে সোহেলের কফিন। নিহত ব্যক্তি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দক্ষিণ ধলাপাড়া গ্রামের আহমেদ মিয়ার ছেলে সোহেল (৩৯)

জানা গেছে, অল্প বয়সে বাবাকে হারিয়ে সংসারের হাল ধরতে প্রায় ১৫ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান সোহেল। সেখানে একটি কারখানায় কাজ করতেন তিনি। এক ভাই এক বোনের মধ্যে সোহেল ছিল সবার বড়। গত বছরের ২৫ সেপ্টেম্বর রাতে তামিলজায়া এলাকার বাসার কাছ থেকে অপহরণ করা হয় সোহেলকে। পরে মেরে ফেলার হুমকি দিয়ে গত ২৭ সেপ্টেম্বর ৫ লাখ টাকা মুক্তিপণও আদায় করে অপহরণকারীরা। তারপরও মুক্তি না পাওয়ায় মালয়েশিয়ায় দুটি মামলা করেন সোহেলের মামা মিজানুর। মামলার প্রেক্ষিতে কাজং থানা পুলিশ চার প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী গত ৬ অক্টোবর কুয়ালালামপুর থেকে ৩০ কিলোমিটার দূরে জায়া ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকার একটি জঙ্গল থেকে সোহেলের মরদেহ উদ্ধার করা হয়। প্রায় ছয় মাস অপেক্ষার পর মরদেহ বুঝে পান স্বজনরা।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাখাওয়াত সেন জানান, সোহেলকে অপহরণের পর হত্যার ঘটনায় মালয়েশিয়ায় ও বাংলাদেশে মামলা হয়েছে। তার মরদেহ দেশে এসেছে। হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

ফরহাদ/অননিউজ

আরো দেখুনঃ