মুরাদনগরে সাংবাদিক সমিতির প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়নে মতবিনিময়

মুরাদনগর, কুমিল্লা প্রতিনিধি।।
বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার আয়োজনে মুরাদনগরে দিনব্যাপী বেসিক সাংবাদিকতার উপর প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাংলা রেস্তোঁরা হলরুমে কুমিল্লা জেলা কমিটি নেতৃবৃন্দের সাথে এই আলোচনা সভা করেন সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখা।

এসময় বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কুমিল্লা পত্রিকার ব্যাবস্থাপনা সম্পাদক শাহজাদা এমরান বলেন, সাংবাদিতা একটি মহান পেশা- জাতির দর্পণ । রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরাও দেশ উন্নয়নে বড় অংশীদার। একজন সাংবাদকর্মী যখন সড়কের বেহালদশা কিংবা কোন জনদুর্ভোগ নিয়ে সংবাদ প্রকাশ করে নজরে আনেন তখনই ওই সড়ক উন্নয়ন কিংবা দুর্ভোগ লাগবে কতৃপক্ষ এগিয়ে আসেন। এছাড়াও সরকারের উন্নয়ন কর্মকান্ড সংবাদকর্মীর লেখনির মাধ্যমে দেশবাসী জানতে পারেন। এভাবে শিক্ষা, স্বাস্থ্য, ঘুষ, দুর্নীতিসহ রাষ্ট্রের বিভিন্ন সঙ্গতি – অসঙ্গতি গণমাধ্যমে তুলে ধরে দেশ উন্নয়নে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন সাংবাদিকরা ।

একজন গণমাধ্যমকর্মী কি করবে কি করবে না। কোনটা সংবাদ আর কোনটা সংবাদ না। সংবাদ লিখন পদ্ধতি। একজন সাংবাদিকের নীতি আদর্শ কি হবে এগুলো জানতে প্রশিক্ষণের বিকল্প কিছু নেই। তাই বাংলাদেশ সাংবাদিক সমিতি কর্তৃক এই শিক্ষার আয়োজন।

মতবিনিময়কালে সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখার সভাপতি এন এ মুরাদ এ প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়নের যাবতীয় দিক জেলা নেতৃবৃন্দের সামনে তুলে ধরেন। প্রশিক্ষণ গ্রহণের জন্য ফ্রি রেজিষ্ট্রেশন, প্রশিক্ষণার্থীর ইউনিফর্ম , সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ শীর্ট, দুপুরের খাবারসহ দিনের নানা কর্মসূচী বাস্তবায়নে কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার দপ্তর সম্পাদক ও ব্রাক্ষণপাড়া – বুড়িচং সংবাদ পত্রিকার সম্পাদক সৈয়দ আহমেদ লাভলু। মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহেদুল আলম শাহেদ, সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখার সিনিয়র সহ- সভাপতি মমিনুল ইসলাম মোল্লা, আমাদের কুমিল্লার স্টাফ রির্পোটার মোঃ হাসান, সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম ফয়জুল ইসলাম প্রমুখ।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ