ময়মনসিংহে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন

ময়মনসিংহ প্রতিনিধি।।

“মুজিব বর্ষে স্বাস্থ্য খাত, এগিয়ে যাবে অনেক ধাপ” এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বুধবার(১৫ জুন) সকালে নগরীর সিভিল সার্জন অফিসের আয়োজনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন করেন বিভাগীয় পরিচালক ডা. মোহাম্মদ শাহ আলম। এসময় সিভিল সার্জন ডা. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও নগর ভবন প্রাঙ্গণে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাইয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এলাকার জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

এ ক্যম্পেইনে ১৫ থেকে ১৯ জুন ময়মনসিংহ সিটি এলাকায় ৩০১ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৩৪১ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৭ হাজার ১২১ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এছাড়াও পুরো জেলার তিন হাজার ৬৫৬টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৮ লাখ ২৭ হাজার ৮৭ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

আরো দেখুনঃ