রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে

অনলাইন ডেস্ক।।

রাশিয়ার বিরুদ্ধে আবারও রাসায়নিক যুদ্ধাস্ত্র ব্যবহারের অভিযোগ তুলেছে ইউক্রেন। ইউক্রেন সেনাবাহিনীর দাবি, বাখমুতে একের পর এক রাসায়নিক বোমা বিস্ফোরণ হচ্ছে। সেখান থেকে যে সাদা ধোঁয়া বের হচ্ছে, তা ফসফরাস বোমা বর্ষণে দেখা যায়। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানিয়েছে, এসব ফসফরাস অস্ত্রের আক্রমণ বাখমুতের বেসামরিক নাগরিকদের আবাসিক এলাকায় করা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কোনো কিছু জানায়নি ইউক্রেন।

এদিকে, ইউক্রেনের অভিযোগের বিষয়ে এখনও মুখ খুলেনি রাশিয়া। রাশিয়ার বিরুদ্ধে এর আগেও এই অভিযোগ উঠেছিল। গত কয়েক মাস ধরে বাখমুত দখলের চেষ্টা করছে রুশ বাহিনী। রাশিয়ার যুদ্ধ কৌশল নিয়ে নানা সমালোচনা হচ্ছে। পশ্চিমাদের দাবি, বাখমুত দখল করতে গিয়ে রাশিয়ার কয়েক হাজার সৈন্য মারা গেছেন।

প্রসঙ্গত, সাদা ফসফরাস মোমের মতো পদার্থ যা অক্সিজেনের সংস্পর্শ পেলেই জ্বলে ওঠে ও সাদা ধোঁয়ার মেঘ সৃষ্টি করে। এটি ৮০০ ডিগ্রি সেলসিয়াসে জ্বলে এবং মানুষের গায়ের মাংস ভয়াবহভাবে গলিয়ে ফেলতে পারে। এমনকি আহতদের ব্যান্ডেজ সরানো হলে পুনরায় ক্ষতস্থানে আগুন জ্বলে উঠতে পারে।

ফরহাদ/অননিউজ

আরো দেখুনঃ