র‌্যাবের অভিযানে ৯ জুয়াড়ি আটক

কবীর, ঝিনাইদহ,প্রতিনিধি।।

ঝিনাইদহ সদর উপজেলার কুশাবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে ফুরসন্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাজা বিশ্বাসেরসহ ৯ জনকে আটক করেছে। আটককৃতরা সবাই জুয়াড়ি বলে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ উনষাট হাজার ছয়শত আটান্ন টাকা, ৯টি মোবাইল ও ১৮টি সিমকার্ড উদ্ধার করেছে। রোববার রাতে গোপন সুত্রে খবর পেয়ে ঝিনাইদহ র‌্যাবের একটি দল কুশাবাড়িয়া বাজারের নিশান জিশান সিজান ফার্নিচার দোকানের পাশে অভিযোন চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন সোনাতনপুর গ্রামের সদর উদ্দীন বিশ্বাসের ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাজা বিশ্বাস, ধননঞ্জয়পুর গ্রামের আব্দুল গফুরের ছেলে মজনু, আফসার মোল্লার ছেলে আলমগীর, টিকারী গ্রামের সিরাজুল ইসলাম মোল্লার ছেলে হারুন মোল্লা, শমসের জোয়ারদারের ছেলে মাজেদুল, নারিকেল বাড়িয়া গ্রামের শামসুদ্দিনের ছেলে মনিরুল, সোবাহানের ছেলে উজ্জাল, সমসপুর গ্রামের নাছির বিশ্বাসের ছেলে আফাঙ্গীর এবং মাগুরা সদর উপজেলার তেঘরি গ্রামের সিরাজুল মোল্লার ছেলে নাজমুল। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় মামলা করা হয়েছে। সোমবার তাদের আদালতে প্রেরণ করা হয়। বিষয়টি নিয়ে স্থানীয় মেম্বর আব্দুল কুদ্দুস বলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাজা বিশ্বাস কোন জুয়াড়ি নয়। তিনি ভাগ্যচক্রে অপরাধী হয়ে গেছেন।

সাইফুল ইসলাম সুমন,অননিউজ24।।

আরো দেখুনঃ