সপ্তাহের ব্যবধানে হিলিতে লেবুর হালি ১০টাকা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে

হিলি প্রতিনিধি

দিনাজপুরের হিলিতে চাহীদার তুলনায় সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে লেবুর দাম কমেছে হালি প্রতি ২০টাকা করে। ঈদের পুর্বে প্রতি হালি লেবু ৩০টাকা করে বিক্রি হলেও বর্তমানে তা কমে ১০টাকায় নেমেছে। এদিকে দাম কমায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। আপাতত দাম এমন থাকার আশ্বাস বিক্রেতাদের।

হিলি বাজারে লেবু কিনতে আসা মামুনুর রশীদ বলেন, ঈদের পুর্বে বিশেষ করে রমজানের মাঝে দামের কারনে লেবুতে হাত দেওয়া যাচ্ছিলনা। সেসময় প্রতি হালি লেবু ৩০টাকা করে বিক্রি হয়েছিল যার কারনে ইচ্ছা থাকলেও চাহীদামত লেবু কিনতে পারিনাই। তবে ঈদের পরে সেই লেবুর দাম নিয়ে অনেকটা স্বস্তি ফিরেছে এখন কমে ১০টাকা হালি বিক্রি হচ্ছে। এতে করে আমাদের কিনতে যেমন সুবিধা হচ্ছে তেমনি চাহীদামত কিনতে পারছি।

হিলি বাজারের লেবু বিক্রেতা জাহাঙ্গির হোসেন বলেন, রমজানে মুসল্লিরা ঈফতারিতে শরবত খায় সেকারনে রমজান মাস জুড়েই লেবুর বেশ চাহীদা ছিল। এছাড়া স্থানীয় লেবুর বাগানগুলো থেকে রাজধানী ঢাকাতে লেবু যাচ্ছিল যার কারনে চাহীদার তুলনায় সরবরাহ কম থাকায় সেসময় লেবুর দাম বেশী ছিল। এর উপর ঈদের সময় লেবুর বাড়তি চাহীদা থাকার কারনে সেসময়ে দাম বেশী ছিল। বর্তমানে বাহিরে লেবুর চাহীদা তেমন একটা না থাকায় লেবু যাওয়া বন্ধ রয়েছে। সেই সাথে প্রতিটি বাগানে লেবু উঠতে শুরু করেছে যার কারনে বাজারে লেবুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। যার কারনে চাহীদার তুলনায় সরবরাহ বাড়ায় লেবুর দাম কমছে।

আরো দেখুনঃ