সোনারগাঁয়ে দুই ইটভাটা মালিককে পরিবেশ অধিদপ্তরের জরিমানা

নজরুল ইসলাম শুভ ,সোনারগাঁ( নারায়ণগঞ্জ)।।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা দুই ইটভাটার মালিককে ৩ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম সাঈদা পারভীন এর নেতৃত্বে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে গঠিত একটি টীম কাজ করেন।

ইটভাটাগুলি হলো সোনারগাঁয়ে মেসার্স চায়না তারাবো ব্রিকস ও মেসার্স এফ আর আর ব্রিকস। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা লংঘনের দায়ে ইটভাটাগুলি হতে তাৎক্ষণিকভাবে জরিমানা হিসেবে ৩ লাখ ৭৫ হাজার টাকা আদায় করা হয়। অভিযানে মের্সাস চায়না তারাবো ব্রিকসকে ১ লাখ টাকা, মেসার্স এফ আর আর ব্রিকস ২ লাখ ৭৫ হাজার টাকা জরিমান করা হয়।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মুজাহিদ ও মো. মোবারক হোসেন। পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ কর্তৃক এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।

আরো দেখুনঃ