হিলিতে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত

সালাহউদ্দিন বকুল, হিলি প্রতিনিধি।।

“নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ্ব গড়ি” এমন প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হিলিতে মানববন্ধন ও আলোচনাসভার মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে।

হাকিমপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১১টায় হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে প্রতিকি মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। পরে উপজেলা পরিষদ মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। সেই সাথে নারী নির্যাতন বন্ধে নারীদের পাশাপাশি পুরুষদের এগিয়ে আসার আহবান জানানো হয়।

হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদের সভাপতিত্বে এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম, ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, পৌরমেয়র জামিল হোসেন চলন্ত, কৃষি অফিসার ড.মমতাজ সুলতানা, মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুরের উপপরিচালক মোর্শেদ আলী খানসহ অনেকে উপস্থিত ছিলেন।

আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।

আরো দেখুনঃ