হিলিতে মাস্ক না পড়ায় পথচারী দোকানি ও মোটরসাইকেল চালককে জরিমানা

হিলি প্রতিনিধি।।

দিনাজপুরেরর হিলিতে মাস্ক না পড়ায় পথচারী, দোকানি ও মোটরসাইকেল চালকসহ ৪জনকে ৮শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে হিলি বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম তাদের এই জরিমানা করেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম বলেন, করোনা সংক্রামন রোধে যেসব সরকার কতৃক যেসন বিধি নিষেধ আরোপিত রয়েছে বিশেষ করে বাজারগুলোতে সাধারন মানুষজন সেগুলো মানছে কিনা সেটি নিশ্চিত করতে নিয়মিতভাবে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজো হিলি বাজারে অভিযান চালিয়ে মাস্ক না পড়ায় ও স্বাস্থ্যবিধি না মানায় পথচারী, দোকানি ও মোটরসাইকেল চালকসহ ৪জনকে ৮শ টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত করোনা পরিস্থিতি স্বাভাবিক না হয় অথবা জনগনের মাঝে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সচেতনতা লক্ষ্য করা না যায়।

আরো দেখুনঃ