হিলিতে ১৫ মাদকসেবীকে ৩মাস করে কারাদন্ড ও ১শ টাকা করে অর্থদন্ড প্রদান

হিলি প্রতিনিধি।।

দিনাজপুরের হিলিতে মাদকসেবনের দায়ে ১৫ মাদকসেবীকে ৩মাস করে কারাদন্ড ও ১শ টাকা করে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের এই কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন।দন্ডপ্রাপ্তরা হলেন, মুর্শিদ মানিক (৩৬), আজিজ হোসেন (৩২), আব্দুল কাইয়ুম (৩৪), সুজন শেখ (২০), গোলজার মুন্সি(৩০), মিন্টু মিয়া (৩০), গোলাম রাব্বানি (৩০), ইয়াসিন খান (৪০), আল আমিন (৩০), জীবন হোসেন (২৮), মিন্টু মোল্লা (৩৫), রিপন হোসেন (৪২), বিপ্লব হোসেন (৩৬), আব্দুল করিম (৫৯), মনিরুল ইসলাম (৪৭), এদের সকলের বাড়ি পাবনা, জয়পুরহাট, নওগা, বগুড়া, গাইবান্ধা ও দিনাজপুরের হিলি ও ঘোড়াঘাটের বিভিন্ন এলাকায়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টা হতে হিলির দক্ষিন বাসুদেবপুরের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় চুড়িপট্টি মোড় ক্যাম্পপট্টি ও রাজধানী মোড় এলাকা থেকে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় ১৫জন মাদকসেবীকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতের নিকট হাজির করা হলে মাদকসেবনের দায়ে আদালত তাদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা করে অর্থদন্ড প্রদান করেন। অনাদায়ে আরো সাতদিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। আজ শনিবার দুপুরে তাদের সকলকে দিনাজপুর আদালতে প্রেরন করা হয়েছে।

আরো দেখুনঃ