সাপাহারে ফলন্ত আম গাছ কেটে ফেলার অভিযোগ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টী ইউনিয়নের সোনাডাঙ্গা গ্রামের কেতাব উদ্দিন (৩৪) এর ৩৪ টি ফলন্ত গাছ কেটে ফেলার অভিযোগ ওঠেছে।

বুধবার দিবাগত রাত প্রায় ১১ ঘটিকার সময় ৩৪ টি ফল ধরা গাছ কেটে ফেলার অভিযোগ ওঠেছে। এই বিষয়ে সাপাহার থানায় একটি লিখিত অভিযোগ করেছে অভিযোগে অভিযুক্তরা হলেন গোপালপুর গ্রামের ১।রেজাউল ইসলাম ওরফে পুরা (৪৫), পিতা-মোঃ আবু সাইদ ওরফে সামান এর বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ ওঠেছে।

অভিযোগে বনর্না দেন রেজাউল ইসলাম সে উশৃংখল প্রকৃতির লোকজন। আমার বোন লিয়াঙ্কুন এর স্বামীর সাথে বাকবিতন্ডা লেগে থাকতো মাঝে মধ্যে আমার ক্ষতি করবে বলে হুমকি দিত গোপালপুর মৌজাতে আমার লীজকৃত আমবাগানে অনধিকার প্রবেশ করি করিয়া ৩৪ টি অস্ত্রপালি জাতের আমগাছ, মূল্য আনুমানিক ১,০০,০০০/- টাকার ক্ষতিসাধন করে। আমি শুনিতে গেলে বিবাদী আমাকে দেখিতে পাইয়া জমি থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ঘটনার বিষয়ে অবগত আছে। বিষয়টি নিযে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলাপ আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করি।বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি

আরো দেখুনঃ