নড়াইলে অটিষ্টিক শিশুদের নিয়ে ক্রীড়া ও আনন্দ উৎসের আয়োজন
নড়াইল প্রতিনিধি।।
নড়াইলে অটিটিষ্টক শিশুদের নিয়ে ক্রীড়া ও আনন্দ উৎসবের আয়োজন করা হয়। মঙ্গলবার (২৫ জানুয়ারী) সকালে নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ উৎসবের আয়োজন করা হয়।
ক্রীড়া পরিদপ্তরের বর্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২০২২ এর আওতায় নড়াইল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সদর উপজেলার বিভিন্ন এলাকার অটিষ্টিক শিশুরা খেলাধুলা ও বিনোদনমুলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এছাড়া জেলা তথ্য অফিসের শিল্পীরা করোনাসহ সচেতনতামূলক গান পরিবেশন করে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, জেলা তথ্য অফিসার ইব্রাহিম আল মামুন, জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক দেবাশীষ বাইন সহ অনেকে।
ক্রীড়া ও আনন্দ উৎসবে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ৩৫জন অটিষ্টিক শিশু অংশগ্রহণ করে।