বাগমারায় পহেলা বৈশাখ উপলক্ষ্যে হাডুডু প্রতিযোগীতা অনুষ্ঠিত
বাগমারা, রাজশাহী প্রতিনিধি।।
বাগমারার বাসুপাড়া ইউনিয়নের মাথাভাঙ্গা তিন মাথার মোড় সংলগ্ন মিনিঘুঘুডাঙ্গায় পহেলা বৈশাখ উপলক্ষ্যে রোববার বিকেলে হাডুডু প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
এতে ৮০-৭৯ পয়েন্টে নন্দনপুর দলকে হারিয়ে দেউলিয়া দল চ্যাম্পিয়ন হয়েছে। গ্রামীণ জনদপ থেকে হারিয়ে যাওয়া এই খেলার ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এবার পহেলা বৈশাখ উপলক্ষ্যে এই খেলার আয়োজন করা হয় বলে আয়োজকরা জানিয়েছেন। এদিকে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য দেন- বিহেড ফাউন্ডেশন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু বাকার, বাগমারা স্বপ্ন সোসাইটির নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম, ভবানীগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আব্দুস সালাম, বাসুপাড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক শাহিনুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম, ছালেমা সমবায় সমিতির ম্যানেজার শরিফুল ইসলাম, তোরা ফাউন্ডেশনের ম্যানেজার উজ্জল হোসেন, পরিচলানা কমিটির সদস্য শাহিন, সারোয়ার, মিঠু ও মনির প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন মিনিঘুঘুডাঙ্গা পরিচালনা কমিটির সভাপতি নাইম হাসান। খেলায় রেফারি হিসাবে দায়িত্ব পালন করেন আবুল আসাদ।
এফআর/অননিউজ