বিটিআরসির অনুমোদনবিহীন ৮৯টি মোবাইল সেটসহ যুবক গ্রেফতার

সোনাগাজী প্রতিনিধি।।

ফেনীর সোনাগাজীতে বিটিআরসির অনুমোদনবিহীন ৮৯টি ভারতীয় মোবাইল সেটসহ নুরুজ্জামান রিয়াদ (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মোবাইল সেটগুলোর আনুমানিক মূল্য ১৩ লাখ ৩৫ হাজার টাকা। বুধবার দিবাগত রাত দুইটার দিকে মঙ্গলকান্দি ইউনিয়নের ডাক বাংলা কাজিরহাট সড়কের হাজী সামছুল হক জামে মসজিদের উত্তর পাশে অভিযান চালিয়ে সেটগুলো উদ্ধার করা হয়। রিয়াদ উপজেলার বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামের নুরুল আলমের ছেলে। পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে উক্তস্থানে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই যুবক পালিয়ে যায়। এসময় রিয়াদের হাতে থাকা ব্যাগে বিটিআরসির অনুমোদনবিহীন ভারত থেকে সরকারী শুল্ক (কর) ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে বিক্রয়ের জন্য বাংলাদেশে আনা মোবাইল সেটগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই জাহিদ হাসান বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। সোনাগাজী মডেল থানার অফিসার ওসি মো. খালেদ হোসেন দাইয়্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামি রিয়াদকে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে।

শান্ত/অননিউজ

আরো দেখুনঃ