২০ দফা ইশতেহার ঘোষণা উপজেলা চেয়ারম্যান প্রার্থীর

পঞ্চগড় প্রতিনিধি।।

গাছ লাগিয়ে সবুজ তেঁতুলিয়া তৈরী, সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করে শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি, চা সিন্ডিকেট দূর করে চাষীদের নায্য মূল্যে প্রদান সহ ২০ দফা ইশতেহার ঘোষণা করেছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কাজী আনিসুর রহমান।

বুধবার (০১ মে) বিকেলে উপজেলার তেঁতুলিয়া বাজারের এক নির্বাচনী ক্যাম্পে এই ইশতেহার ঘোষণা করেন তিনি। এসময় তেঁতুলিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী মাহবুবুর রহমান, দেবনগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম সহ ওই চেয়ারম্যান প্রার্থীর শতাধিক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। পাথর শ্রমিকদের নিয়ে কল্যাণ ট্রাস্ট গঠন, উপজেলার অবহেলিত এলাকার উন্নয়নের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, শিক্ষার গুনগত মান উন্নয়নে কাজ করা সহ নানা উন্নয়ন কর্ম পরিকল্পনার সমন্বয়ে নির্বাচনী ইশতেহার সাজিয়েছেন বলে অনুষ্ঠানে জানান তিনি।

পরে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিসুর রহমান তেঁতুলিয়া বাজারের বিভিন্ন এলাকায় ভোটারদের মাঝে তার নির্বাচনী ইশতেহার বিতরণ করে দোয়াত কলম প্রতীকে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেন।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ