হিলি সীমান্তের ভারত অভ্যন্তরে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত

হিলি প্রতিনিধি

দিনাজপুরের হিলি সীমান্তের ভারত অভ্যন্তরে সাহাবুল হোসেন বাবু (২৪) নামের এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে। শুক্রবার সন্ধার দিকে হিলি সীমান্তের ২৮৫ নং মেইন পিলার এর ২৫ নং সাবপিলার সংলগ্ন ফকিরপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত সাহাবুল হোসেন হিলির ফকিরপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। এদিকে ওই ঘটনাকে ঘিরে সীমান্তে উত্তেজনা বীরাজ করছে। বিজিবি ও বিএসএফের বাড়তি সদস্য মোতায়েন রয়েছে। বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট ২নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার ওই যুবক সীমান্ত পেরিয়ে ভারতে যায়। সন্ধার দিকে সীমান্তের ফকিরপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে ওই যুবক বাংলাদেশে আসার চেষ্টা করছিল। এসময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিএসএফ সদস্যরা ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ভারতের হিলি হাসপাতালে নিয়ে যায়।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম বলেন, সীমান্তের ৩শ গজ ভারত অভ্যন্তরে একজন হত্যার ঘটনার কথা শুনেছি, তবে সে বাংলাদেশী কিনা ভারতীয় সেটি এখনো নিশ্চিত হতে পারিনি। তার পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

আরো দেখুনঃ
error: Content is protected !!