চৌদ্দগ্রাম জাতীয় পাটি নেতা এরশাদ আলী আর নেই

জাপা চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব চুন্নু ও কেন্দ্রিয় নেতা আলমগীর মজুমদারের শোক

নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টি চৌদ্দগ্রাম উপজেলার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক এরশাদ আলী আর নেই। শনিবার (৩ মার্চ) সকালে কুমিল্লার মেডিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। মৃত্যুকালে এরশাদ আলী- স্ত্রী, একমাত্র মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ আসর চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের মানিকপুর গ্রামে নামাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজা নামাজে অংশ নেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা দক্ষিন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আলমগীর কবির মজুমদার, সহ-সভাপতি হুমায়ন কবির মুন্সি, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, স্থানীয় ইউপি চেয়ারম্যান নাইমুর রহমান মাছুম, উপজেলা জাতীয় পাটির সহ-সভাপতি আলী হোসেন মাষ্টার, পৌর জাতায় পাটির সভাপতি নজির আহম্মেদ, সাধারন সম্পাদক সোহাগ মোর্শেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু রশিদ, উপজেলা যুব সংহতির সাধারন সম্পাদক শাওন, নির্বাহী কমিটির সদস্য এয়াকুব আলী চৌধুরী (ছোটন)সহ জাতীয় পাটির জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

এরশাদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুল হক চুন্নু এমপি, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা দক্ষিন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আলমগীর কবির মজুমদার, কেন্দ্রিয় যুব সংহতির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাবুলসহ অন্যরা।

আরো দেখুনঃ