জুড়ীতে সঠিক জায়গায় মডেল মসজিদ নির্মাণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

জুড়ী প্রতিনিধি।।

মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা কমপ্লেক্সের ভেতরে অথবা আশপাশে মডেল মসজিদ নির্মাণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছে জুড়ী শহরের ধর্মপ্রাণ মুসল্লিগণ ।

সোমবার (১৮ মার্চ) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জুড়ী উপজেলার ধর্মপ্রাণ মুসলমানদের আয়োজনে জুড়ী উপজেলা কমপ্লেক্সের ভেতরে অথবা আশপাশে মডেল মসজিদ নির্মাণের দাবিতে বিভিন্ন ব্যানারে এ‌ক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জুড়ীতে সঠিক জায়গায় মডেল মসজিদ নির্মাণের দাবিতে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এঁর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাইফুল আলম, সাইফউদ্দিন খুশমান, মনিরুল ইসলাম, জহির উদ্দিন শামীম, সিরাজ আলী, হাবিবুর রহমান হাবিব, সোহেল আহমদ, বাবুল আহমদ, প্রবাসী নাসির উদ্দিন, হেলাল আহমদ, মাওলানা আজিজুর রহমান, আছাদ উদ্দিন, আবুল কালাম, নাজিম উদ্দিন, মাসুক মিয়া, বাদশা মিয়া, সামসু মিয়া, হেলাল উদ্দিন, সেলিম আহমেদ, মোঃ দুলাল মিয়া, জয়দুল হোসেন, শাহ আলম, আনোয়ার হোসেন সহ অনেকেই।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার সারা দেশের মত জুড়ী উপজেলায়ও মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে। মডেল মসজিদ নির্মাণের জন্য উপজেলা কমপ্লেক্সের ভেতরে ও আশপাশে যথেষ্ট পরিমাণে জায়গা থাকা সত্ত্বেও উপজেলার সাধারণ মুসল্লিদের দীর্ঘ দিনের দাবিকে উপেক্ষা করে একটি কুচক্রী মহল ব্যবসায়ীক ফায়দা লোটার জন্য উপজেলা সদর থেকে দুই কিলোমিটার দূরবর্তী এলাকায় মডেল মসজিদ নির্মাণের পায়তারা করছে। এসময় উপস্থিত মুসল্লিগন অবিলম্বে উপজেলা সদরের পাশে মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ না নিলে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেন।

এদিকে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এঁর কাছে স্মারকলিপি দিয়ে মুসল্লিগণ জুড়ীতে সঠিক জায়গায় মডেল মসজিদ নির্মাণের দাবি জানালে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বিষয়টি দেখবেন বলে জানান।

উল্লেখ্য, জুড়ীতে উপজেলা কমপ্লেক্সের পাশে মডেল মসজিদ নির্মাণের দাবিতে গত ৮ মার্চ বিকেলে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের আয়োজনে উপজেলার বীরমুক্তিযোদ্ধা এমএ মুমীত আসুক চত্বরে (নাইট চৌমুহনী) বিভিন্ন ব্যানারে আরো একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ