ঝালকাঠির জাতীয় স্কুল ক্রিকেটে সরকারি উচ্চ বিদ্যালয় দল ফাইনালে উঠেছে

কাজী খলিলুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি ।।

ঝালকাঠির বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় ফাইনালে উঠেছে।

মঙ্গলবার লীগ ভিত্তিক শেষ ম্যাচে নলসিটি মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয় দলকে ১১৫ রানে বড় ব্যাবধানে হারিয়ে সরকারি উচ্চ বিদ্যালয় তাদের তিনটি ম্যাচে জয়ী হয়ে ফাইনাল নিশ্চিত করেছে। বুধবার লীগ ভিত্তিক শেষ ম্যাচে রাজাপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় ঝালকাঠির উদ্ভোধন মাধ্যমিক বিদ্যালয় দলের সাথে মুখোমুখি হবে। এখন পর্যন্ত রাজাপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় দলের প্রথম দুই ম্যচে কোনো জয় পায়নি। এই দলটি শেষ ম্যাচে জয়ী হলে রাজাপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় দল তিনটি দলের পয়েন্ট সমান হবে। শেষ ম্যাচে উদ্ভোধন মাধ্যমিক বিদ্যালয় জয় পেলে তারা চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থেকে ফাইনাল খেলার সুযোগ পাবে এবং উদ্ভোধন মাধ্যমিক বিদ্যালয় দল হেরে গেলে তিনটি দলের পয়েন্ট সমান থাকায় নিট রান রেটের ভিত্তিতে একটি দল সরকারি উচ্চ বিদ্যালয় দলের সাথে ফাইনাল খেলার সুযোগ পাবে।

মঙ্গলবার সকালে সরকারি উচ্চ বিদ্যালয় দল টসে জিতে ব্যাটিং নেয়। তারা ৩৯ ওভারে ২৩৯ রান করেন। এই দলের পক্ষে তানজির ৭৮ রান করে অপরাজিত থাকেন। জবাবে উদ্ভোধন মাধ্যমিক বিদ্যালয় দল ২৫.৪ ওভারে ১২৪ রানে অল আউট হয়।

আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।

আরো দেখুনঃ