মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুরাদনগর প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরেও সারা দেশের মতো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে এক আলোচনা সভা জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক বিশ^জিত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, রহিমপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ ডা: যুগল ব্র‏হ্মচারী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হানিফ সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিত্যানন্দ রায়, ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, শুকলাল দেবনাথ।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অরূপ নারায়ন পোদ্দার পিংকুর উপস্থাপনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর থানার ওসি আবুল হাসিম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম রাজিব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর রায়, সাধারণ সম্পাদক অধ্যাপক দ্বীন দয়াল পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রদ্যুৎ কুমার সাহা, কোষাধ্যক্ষ দীপক রায়, জন্মাষ্টমী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক দিলীপ সাহা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন, মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রেখা রানী মোড়ল।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে কোম্পানীগঞ্জ শ্রী শ্রী চৈতন্য আখরায় গিয়ে শেষ হয়। পরে শ্রীকৃষ্ণ ও রাধা সাজে সজ্জিতদের পুরস্কার ও প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরো দেখুনঃ