কবিতীর্থ দৌলতপুরে নজরুল জন্মজয়ন্তির অনুষ্ঠানমালা শুরু

মো. সাজ্জাদ হোসেন, (মুরাদনগর)
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তি উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কুমিল্লার মুরাদনগর উপজেলার কবিতীর্থ দৌলতপুরে দু’দিনব্যাপি অনুষ্ঠানমালা শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে কবি নজরুল ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দীন ভূঞা জনী। দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে নজরুল সঙ্গীত প্রতিযোগিতা, একই সময়ে মুরাদনগর সেন্ট্রাল স্কুলে কবিতা আবৃতি প্রতিযোগিতা ও নজরুল চেতনায় বঙ্গবন্ধুর বাংলাদেশ শীর্ষক রচনা প্রতিযোগতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হুদা, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, বাঙ্গরা বাজার থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী, বাঙ্গরা পূর্ব ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহাম্মদ, নার্গিস-নজরুল বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, দৌলতপুর আলীম মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাঈমুর রহমান, উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আবুবকর সবুজ ও নার্গিস বংশের উত্তরসূরী বাবলু আলী খান প্রমুখ।

এ দিকে আজ (শুক্রবার) বিকাল সাড়ে ৩টায় নজরুল মঞ্চে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে। কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন, এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি। # #

এসকেডি/অননিউজ

আরো দেখুনঃ